Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নদ-নদী

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উল্লেখযোগ্য নদী হলো তিতাস ।  এক সময় এ নদীই ছিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম । বর্তমানেও সীমিত আকারে তিতাস নদীর মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে মালামাল পার করা হয়। তাছাড়া এই নদী দিয়ে জেলার বিভিন্ন উপজেলায় যাতায়ত করা হয় । এখানে একটি লঞ্চ ঘাট রয়েছে ।বর্তমানে এই  নদীর পানি দ্বারা কৃষিকাজ করা হয়। অধিকন্তু এই নদীতে অনেক মাছ পাওয়া যায়।