সুপ্রাচীন কাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মুসলিম,হিন্দু, বৌদ্ধ মিলিতভাবে বাস করছে । সাম্প্রদায়িক সম্প্রিতির এক মহান নিদর্শন বহন করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা । সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যের কারণে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভাটি বাংলার সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত । তিতাসের নৌকা বাইচ , লাঠি খেলা, ঘোড়দৌড় এ অঞ্চলের ঐতিহ্যবাহি খেলা । এখনো প্রতি বছর লক্ষাধিক লোকের সমাগমে নৌকা বাইচের সময় মুখরিত হয় তিতাসের দুই পাড় । তিতাসের বুক ভরা ঢেউয়ে নৌকার মাঝিরা নানান মাছ ধরে । বিল ও জলাশয়ের আধিক্যের কারণে এ অঞ্চলের মাছ খুবই বিখ্যাত । পুতুল নাচ, মলয়া সংগিতের জন্য এ অঞ্চল সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ স্থান দখল করে আছে । এ অঞ্চলের বিখ্যাত মিষ্টি হলো ছানামুখি মিষ্টি যার স্বাদ নিতে অনেকেই ছুটে আসেন এ শহরে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস