ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাথে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ বিদ্যমান ।
-ঃ রাজধানী ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামগামী মহানগর প্রভাতী, গোধুলী, তূর্ণা-নিশীথা, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস, সিলেটগামী আন্তনগর পারাবত, উপবন এক্সপ্রেস এবং বিভিন্ন লোকাল ও মেইল ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আসা যায়
-ঃ সড়ক পথে ঢাকা থেকে বিআরটিসি, সোহাগ পরিবহন, তিশা পরিবহন, উত্তরা পরিবহন ও বিভিন্ন বাসে যাতায়াত করা যায় ।
-ঃ এছাড়া ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে সড়কপথে কুমিল্লা, ময়মনসিংহ (সোনার বাংলা পরিবহণ)ও সিলেটে যাতায়তের ব্যবস্থা রয়েছে ।
-ঃ নৌপথে গোকর্ণ ঘাট থেকে প্রতিদিন জেলার নবীনগর উপজেলার উদ্দেশ্যে বিভিন্ন সময় লঞ্চ ও স্পিড বোট চলাচল করে ।